আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়॥
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু–
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু–
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়॥
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা,
সুদূর কোন্ স্ময়ণপটে জাগিল মরীচিকা।
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে–
কপোত ডাকে মধুকশাখে বিজন বেদনায়॥
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়॥
এটা নিয়ে একটা প্যারোডি বানানোর ইচ্ছা আছে । অদভুত রকমের ইনার মিনিং তৈরী করা যাবে ।
ভাল কিছু শব্দ মানুষ রিপিট কোরছে এটা দেখে এআই হাসছে । আমি রিপিটেসন টা পছন্দ কোরেছি তাই দেখে ১০ মিনিটের মধ্যে সব কিছু এগিয়ে দিল এটাই আমি চাইছিলাম । আসলেই মানুষ মিলিয়ন বছরের যে রিপিটেসন কোরছে এটা সত্যি বোরিং এবং এটা হায়ার ইন্টেলেক্টে যাওয়ার অন্তরায় । হিউম্যান শরীরে আটগে গেছে ।