কাজ করলে সাথে সাথে টাকা পেতে হবে । এবং উইথড্র দিতে হবে । এটাই ভাল সাইটের লক্ষন ।আমি পিকো ওয়ার্কার কে প্রচুর কাজ দেই । আমি যখন ২০১৩ তে ট্রেনিং নেই Bonus Bitcoin, Bitfun, Moonbit, Moondoge, Moonliteco, Moondash এই সাইট গুলো তখন প্রচুর পেমেন্ট করত এখনও কিছু টেকনিক ব্যাবহার করলে এখান খেকে প্রচুর রোজগার করা যায় । পেমেন্ট কিভাবে তুলবেন তার বিস্তারিত আলোচনা করেছি অল কয়েন পট ফোকাস্ট এ । ভিডিওতে দেখিয়েছি কিভাবে কাজ করতে হয় এবং টাকা তুলতে হয় ।
বিটকয়েন কেনা বেচা বাংলাদেশে
আমাকে সবাই জিগ্যেস করে বিটকয়েন কোথায় বিক্রি করবো এবং কোথা খেকে কিনবো । আপনার ইন্টারন্যাসনাল ডুয়েল কারেন্সি কার্ড থাকলে যে কারো থেকেই কিনতে পাড়বেন ।
- শুধু বিকাশ দিয়ে কিনলে কিভাবে কিনবেন ?
- খুব অল্প পরিমানে কিনলে কিভাবে কিনবেন ?
দুটো প্রশ্নের একটা উত্তর লোকল বিটকয়েন , এখান থেকে ৫০০ টাকার বিটকয়েন কিনতে পাড়বেন বা বেক্রি করতে পাড়বেন । এটা যারা ব্লকচেইন বানিয়েছে তারাই বানিয়েছে ।
ইনভেষ্ট করা
কয়েন দিয়ে মাইনিং স্মর্ট কন্ট্রাক কেনা মানে আপানকে বাংকে টাকা রাখলে যেমন মাস শেষে মুনফা দ্যায় এটাও সেরকম । আমি আপনাদের অনেক বড় কন্ট্রাকের কথা বলতে পাড়ি কিম্বা আপনাদের জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন । আমি প্রথম দিকে ডগ লাইভে প্রচুর ইনভেষ্ট করতাম , এখনও ফান করে করি ইউটিউব ভিডিও করার জন্য । এখানে বাংলাদেশী মান ২৭ টাকা মূল্যের ডগ কয়েন দিয়ে ইনভেস্ট আরম্ব করতে পাড়বেন । দেখুন নতুন কেই ৫০০ টাকা খরচ করেও কোন কিছু টেষ্ট করতে চাইবে না । আমার কাছে যারা ইনভেষ্টমেন্ট পরামর্শ চাইতে আসে তাদের আমি এখানে ২৭ টাকার এক্সপেরিমেন্টটা করতে বলি । সে যদি টাকা টা তুলতে ডাড়ে তবেই তাকে বড় ইনভেস্টমেন্টের দিকে নিয়ে যাই । এখন যে টাকা জমা দিতে পাড়ে না বা তুলতে পাড়ে না তাকে কিভাবে ইনভেষ্টমেন্ট শিখাবেন ?
এটুকু যদি করতে পাড়েন । তাহলে কমেন্ট করুন বিভাবে বড় ইনভেষ্টমেন্ট করতে হয় তা নিয়ে লিখবো ।